শিরোনাম
ইসিতে ২২ জনের আবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৬
ইসিতে ২২ জনের আবেদন
প্রার্থিতা বহালে ইসিতে আবেদন, ছবি : সংগৃহীত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া ২২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। কমিশন আপিলের নিষ্পত্তি করবে ৮ ডিসেম্বরের মধ্যে।


সোমবার দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা মনোনয়নপত্র জমা দেন।


আবেদনকারীরা হলেন- কিশোরগঞ্জ-২ থেকে মো. আখতারুজ্জামান, পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনি, বগুড়া-৭ থেকে খোরশেদ মিলটন, চাঁপাইনবাবগঞ্জ-১ থেকে নবাব মোহাম্মদ শামছুল হুদা, খাগড়াছড়ি থেকে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, , সাতক্ষীরা-২ থেকে মোহাম্মদ আফসার আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ মো. তৈয়ব আলী, মাদারীপুর-৩ থেকে মো. আব্দুল খালেক, দিনাজপুর-২ থেকে মোকারম হোসেন, ঝিনাইদহ-২ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আব্দুল মজিদ, ঢাকা-১ খন্দকার আবু আশফাক, দিনাজপুর-৩ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলম, ঢাকা-২০ থেকে তমিজউদ্দিন, পটুয়াখালী-৩ থেকে মো. শাহাজাহান, পটুয়াখালী-১ থেকে মো. সুমন সন্যামাত, দিনাজপুর-১ থেকে পারভেজ হোসেন, মাদারীপুর-১ থেকে জহিরুল ইসলাম মিন্টু, সিলেট-৩ থেকে কাইয়ুম চৌধুরী, ঠাকুগাঁও-৩ থেকে এসএম খলিলুর রহমান, জয়পুরহাট-১ থেকে মো. ফজলুর রহমান, ঝিনাইদহ-১ থেকে আব্দুল ওয়াহাব, ও জামালপুর-৪ থেকে ফরিদুল কবির তালুকদার।


বিবার্তা/মৌসুমী


>>মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু আজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com