শিরোনাম
বঙ্গবন্ধু স্যাটেলাইট নিখোঁজের খবরটি গুজব
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ১২:৩৬
বঙ্গবন্ধু স্যাটেলাইট নিখোঁজের খবরটি গুজব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সামাজিক যোগাযোহ মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ শিরোনামের একটি খবরকে গুজব বলে জানিয়েছে সরকার।


বিষয়টি নিশ্চিত করে তথ্য মন্ত্রণালয়ের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’ বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানিয়েছে।


এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ বলে প্রচার করা হয়। ফ্রান্সের থ্যালাস এলেনিয়া স্পেস কোম্পানি স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। এই স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বাংলাদেশ টেলিভিশন প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান প্রচার করছে।


‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’ খবরটিকে একটি ‘উদ্দেশ্যপ্রণোদিত গুজব’ বলে নিশ্চিত করে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে।


বঙ্গবন্ধু স্যাটেলাইট হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে- এমন সংবাদ গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com