শিরোনাম
বাংলাদেশ ওপিসিডব্লিউ’র নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ০৯:২৩
বাংলাদেশ ওপিসিডব্লিউ’র নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আগামী ২০১৯-২০২১ মেয়াদে তিন বছরের জন্য রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ১৯ নভেম্বর সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ২৩তম অধিবেশনে সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এ অধিবেশনের ভাইস-চেয়ারপারসনও নির্বাচিত হয়েছে।


ওপিসিডব্লিউ’এর নির্বাহী পরিষদের ২০১৯-২০২১ মেয়াদের জন্য এশিয়া গ্রুপ থেকে বাংলাদেশসহ ছয়টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com