শিরোনাম
নির্বাচনি প্রচার সামগ্রী না সরানোয় জরিমানার নির্দেশ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৮, ১৭:৫৭
নির্বাচনি প্রচার সামগ্রী না সরানোয় জরিমানার নির্দেশ
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগাম নির্বাচনি প্রচার সামগ্রী যারা এখনও সরায়নি তাদের জরিমানা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সহায়তায় আগাম প্রচার সামগ্রী সরানো হবে।


ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ‘আগাম নির্বাচনি পোস্টার-ব্যানার সরিয়ে ফেলার জন্য নিজ খরচে সংশ্লিষ্টদের আমরা বলেছিলাম। গতকাল (রবিবার) ছিল শেষ দিন। যারা এখনও সরাননি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।’


সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, এ বিষয়ে সোমবার আরেকটি নির্দেশনা জারি করা হয়েছে।


নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে সচিব বলেন, ‘যারা পোস্টার-ব্যানার সরায়নি সোমবার থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া পৌরসভা, উপজেলা-জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের সহায়তায় এগুলো নামিয়ে ফেলা হবে। একইসঙ্গে দোষীদের বিরুদ্ধে জরিমানার করতে নির্দেশনা দেওয়া হবে।’


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com