শিরোনাম
পুরো দেশটাই মাদকমুক্ত হবে: আইজিপি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৮, ১৮:৫৫
পুরো দেশটাই মাদকমুক্ত হবে: আইজিপি
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কক্সবাজারসহ পুরো দেশকে মাদকমুক্ত করা হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। সীমান্ত জেলা কক্সবাজারে জোরালো অভিযান অব্যাহত রয়েছে।


রবিবার সকালে কক্সবাজারের চকরিয়া থানা, উখিয়া সার্কেল ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধনের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


মাদক নিয়ে কোনো ছাড় নেই উল্লেখ করে আইজিপি বলেন, খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাদক নিয়ে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। অবৈধ অস্ত্র ছাড়াও বৈধ অস্ত্র বেআইনীভাবে ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এর আগে, আইজিপি জাবেদ পাটোয়ারী চকরিয়া থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিনের চৌধুরী নেতৃত্বে একদল চৌকশ পুলিশ তাকে অভিবাদন জানায়। পরে আইজিপি একসাথে থানা, সার্কেল ও তদন্ত কেন্দ্রের তিনটি নবনির্মিত ভবন উদ্বোধন করে পরিদর্শন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান, ট্যুরিষ্ট পুলিশের ডিআইজি মল্লিক ফকরুল ইসলাম, সিএমপির পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমার, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত ডিআইজি মো. আবুল ফয়েজ, কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, চট্টগ্রামের জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, আইজিপির স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া সার্কেলের এএসপি কাজী মো. মতিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাত, উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়শনের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু প্রমুখ।


বিবার্তা/মানিক/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com