শিরোনাম
'প্রার্থীদের কর ফাঁকির বিষয়ে প্রশ্ন তোলা হবে না'
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ২২:২৭
'প্রার্থীদের কর ফাঁকির বিষয়ে প্রশ্ন তোলা হবে না'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কর ফাঁকির বিষয়ে প্রশ্ন তোলা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।


রবিবার তিনি বলেছেন, ‘যারা নির্বাচন করবেন, তাদের যদি ট্যাক্স ক্লিয়ার করা থাকে, বা যাদের সার্টিফিকেট গ্রহণ করা দরকার, তারা-তো নিজ আগ্রহে করছেন। আমরা সবার পেছনে দৌঁড়াবো না। নির্বাচন কার্যক্রম শুরু হয়ে গেছে, এখানে আমরা কিছু করতে যাচ্ছি না।’


বিকালে রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে ‘আয়কর মেলা-২০১৮’ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ভ্যাট ও শুল্ক খেলাপি ব্যক্তি নির্বাচনে প্রার্থী হলে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি-না, জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এবারের নির্বাচনটা চলে যাক, তারপর নতুন সরকারের প্রথম দিক থেকেই এ ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হবে।’


মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমাদের দেশে সবারই কম বেশি দুর্নীতি আছে। নিরপেক্ষ তদন্ত করলে দুর্নীতি দমন কমিশনেরও (দুদক) দুর্নীতি বেরিয়ে আসবে।’


এনবিআরের আয়কর বিভাগের অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়ে প্রশ্ন করা হলে চেয়ারম্যান বলেন, ‘আমি দুদকের প্রতিবেদন এখনও পাইনি। এ ব্যাপারে আমি দুদকের সঙ্গে দ্বিমত পোষণ করি। কারণ, আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে তদন্ত করেন, তাহলে দুদকের দুর্নীতিও কত ধরনের সেটা বের করতে পারবেন। সবারই দুর্নীতি আছে আমাদের দেশে। সেটি পরিবর্তনের জন্য আমাদের সামাজিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে।’


মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘দুদক যদি শুধু কর ও কাস্টমস বিভাগকেই টার্গেট করে এবং এখানে তাদের অফিস স্থাপনের চেষ্টা করে, সেটা তো হবে না। দুদক যা-ই বলুক, ইনকাম ট্যাক্স আইন এবং কাস্টমস আইন অনুযায়ী যদি তাদের অ্যাক্টিভিটিস আমাদের এখানে অ্যালাও করে, তাহলেই শুধু করতে পারবে, আদারওয়াইজ নট।’


বিবার্তা/কামরুল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com