শিরোনাম
ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সঙ্গে শিরিন শারমিনের সাক্ষাৎ
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৮, ১৩:১৫
ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সঙ্গে শিরিন শারমিনের সাক্ষাৎ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সঙ্গে সাক্ষাৎ করেছেন। ‘উইমেন এমপিস অব দ্য ওয়াল্ড’ সম্মেলনে অংশগ্রহণের জন্য লন্ডনে অবস্থানকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে এই সৌজন্য সাক্ষাৎ হয়।


স্পিকার ‘উইমেন এমপিস অব দ্য ওর্য়াল্ড’ সম্মেলনের সফলতা কামনা করেন এবং নিমন্ত্রণের জন্য তেরেসা মে’কে আন্তরিক ধন্যবাদ জানান।


তেরেসা মে এক টুইট বার্তায় লিখেছেন, শুক্রবার রাতে এখানে আসা নারীরা বিভিন্ন জাতি, সংস্কৃতি ও পটভূমির প্রতিনিধিত্ব করছেন। আমাদের জীবনযাপন আলাদা, বিশ্বাস আলাদা কিন্তু সবাই আমরা জনগণের জন্য কাজ করছি।


ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সম্মেলনে আগতদের চারটি ছবি প্রকাশিত হয়। এতে প্রথম ছবিটিই তেরেসা মে ও ড. শিরীন শারমিন চৌধুরীর।


নারী এমপিদের ১০০ বছর উদযাপন উপলক্ষে এবারের সম্মেলনটি আয়োজন করে হাউস অব কমন্স। এর আগে মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্মেলন শেষে শনিবার তিনি দেশে ফিরবেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com