শিরোনাম
ঘটনাবহুল ৭ নভেম্বর আজ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৮, ১১:৪১
ঘটনাবহুল ৭ নভেম্বর আজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ ৭ নভেম্বর, ঘটনাবহুল ও আলোচিত একটি দিন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিনটিকে পৃথক নামে পালন করে। আওয়ামী লীগসহ প্রগতিশীল দল ও সংগঠনগুলো দিবসটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসাবে পালন করে।


অন্যদিকে, বিএনপি ও এর সমমান দল ও সংগঠন পালন করে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসাবে। জাসদ পালন করে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসাবে।


১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এর আড়াই মাস পর ৩ নভেম্বর শুরু হয় সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ঘটনা।


এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ৭ নভেম্বর অপর এক অভ্যুত্থানে তিনি মুক্ত হন।


এদিকে, দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com