শিরোনাম
আরপিও সংশোধনীর অধ্যাদেশ জারি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ২২:১৩
আরপিও সংশোধনীর অধ্যাদেশ জারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রপতি আবদুল হামিদ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর অধ্যাদেশ জারি করেছেন। বুধবার তিনি অধ্যাদেশে স্বাক্ষর করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন নিশ্চিত করেন। এটি এখন গেজেট আকারে প্রকাশ করা হবে।


অধ্যাদেশ জারির বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আমি শুনেছি মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ এ স্বাক্ষর করেছেন।


প্রসঙ্গত আরপিও সংশোধনীটি জাতীয় সংসদে বিল আকারে পাস হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের প্রত্যাশা থাকলেও ভেটিংয়ে কিছুটা দেরি হওয়া এবং সংসদের সর্বশেষ অধিবেশনে কার্যদিবস কম থাকায় এটি অধ্যাদেশ আকারেই জারি হলো।


সংশোধনী আরপিও অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এছাড়া অনলাইনে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত ঋণ পুনঃতফসিল করার সুযোগ, ১২ ডিজিটের টিআইএন সনদ দাখিলের বিধানসহ আরও কিছু ছোটখাট সংশোধনী হয়েছে।


গত সোমবার (২৯ অক্টোবর) মন্ত্রিসভা আরপিও সংশোধনী আইনের অনুমোদন দেয়। এর আগে গত ৩০ আগস্ট নির্বাচন কমিশন আরপিও সংশোধনী প্রস্তাব অনুমোদন করে ৩ সেপ্টেম্বর তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরপিও সংশোধনীর প্রস্তাবে আপত্তি জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন।


বিবার্তা/রোকন/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com