শিরোনাম
১০ বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে: অর্থমন্ত্রী
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৮, ১৭:৫৮
১০ বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে: অর্থমন্ত্রী
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকারের আমলে সারাদেশে উন্নয়ন হয়েছে। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা হবে। আমরা আশাবাদী, আপনারা শেখ হাসিনাকেই বেছে নিবেন রাষ্ট্র পরিচালনার জন্য। কারণ তিনি জনগণের সরকার, জনকল্যাণের সরকার।


শুক্রবার বিকালে সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ খেলার মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মুখে বঙ্গবন্ধুর আর্দশ বলে ২১ আগষ্টের গ্রেনেড হামলাকারীদের সাথে ঐক্য করে কোনো লাভ হবে না। নির্বাচন যথাসময়ে হবে, কেউ ঠেকাতে পারবে না।


তোফায়েল আহমেদ বলেন, বিএনপির সরকার ক্ষমতায় আসার পর আমাদের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল। তাই আমরা যখন আবার ক্ষমতায় আসি তখন সব কিছু নতুন করে করতে হয়েছে। এই দুই পর্বে ক্ষমতায় এসে বিশ্বের দরবারে বাংলাদেশর উন্নয়ন দেখিয়েছি।



সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ও মনিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারশী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সিলেটে মাসব্যাপী ১৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, বিপিএম, এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, র‌্যাব-৯ এর অধিনায়ক আর্টিলারী জি. লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন বাণিজ্য মেলা সাব কমিটির আহবায়ক মুশফিক জায়গীরদার ও সিলেট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন।


আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এম এম মুমিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক, আহমদ আল কবির, সালাউদ্দিন আলী আহমদ, ফয়জুল আনোয়ার আলাউল, কাউন্সিলার আযাদ, আমির হোসেন পাপ্পু প্রমুখ।


বিবার্তা/আকরাম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com