শিরোনাম
প্রবাসী আয়: ৩ মাসে কমেছে ৫৪৬৮ কোটি টাকা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ০৯:৩৬
প্রবাসী আয়: ৩ মাসে কমেছে ৫৪৬৮ কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রবাসী আয়ে মন্দা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্টের পর সেপ্টেম্বর মাসেও কমে গেছে প্রবাসী আয়। এ মাসে প্রবাসীরা যে পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন, তা আগস্ট মাসের চেয়ে ১২ শতাংশ এবং আগের অর্থবছরের একই মাসের চেয়ে ২২ শতাংশ কম। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) হিসাবে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় কমেছে ১৮ শতাংশ। সামগ্রিক হিসাবে গত তিন মাসে রেমিট্যান্স কমেছে ৫,৪৬৮ কোটি টাকা।



প্রবাসী আয় কমার কারণ হিসেবে অর্থনীতিবিদরা বলছেন, অবৈধপথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি, মার্কিন ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার দরপতন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস, মধ্যপ্রাচ্যজুড়ে চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এবং কাঙ্ক্ষিত জনশক্তি রফতানি না হওয়া।



বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের সেপ্টেম্বরে প্রবাসীরা ১০৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই মাসে এসেছিল ১৩৪ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে ৩০ কোটি ৬০ লাখ ডলার বা ২২ দশমিক ৬৮ শতাংশ কম রেমিট্যান্স এসেছে। আর গত আগস্ট মাসে ১১৮ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে। এতে করে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ১৪ কোটি ছয় লাখ ডলার বা ১১ দশমিক ৮৭ শতাংশ।



রেমিট্যান্স প্রবাহের গতি জুলাইতে ছিল আরও করুণ। চলতি অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স আসে মাত্র ১০০ কোটি ৫৫ লাখ ডলার। অথচ গেল অর্থবছরের একই মাসে ১৩৮ কোটি ৯৫ লাখ ডলারের রেমিট্যান্স আসে। সব মিলে চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছে ৩২৩ কোটি ২১ লাখ ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ৭০ কোটি ১৫ লাখ ডলার কম। গত অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে প্রবাসী আয় এসেছিল ৩৯৩ কোটি ৩৬ লাখ ডলার।



বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭১ কোটি ২১ লাখ ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ৮৯ লাখ, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ১০ লাখ এবং বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৯ লাখ ডলার।



তবে একক ব্যাংক হিসেবে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে ২৫ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। এ ছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৩০ লাখ, জনতা ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৩১ লাখ, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮১ লাখ, ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৬৭ লাখ ও পূবালী ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৭৩ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।



বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে আরও দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় প্রায় আড়াই শতাংশ কম প্রবাসী আয় আসে। গেল অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার। আগের অর্থবছরে যা ছিল ১ হাজার ৫৩১ কোটি ডলার।



বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com