শিরোনাম
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শোক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১২:০১
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শোক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


এক শোক বার্তায় তিনি এই শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আলাদা এক শোকবার্তায় আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।


এছাড়া আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।


বৃহস্পতিবার এক শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক শোকবার্তায় এরশাদ বলেন, আইয়ুব বাচ্চুর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি হল। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হওয়ার নয়। সুরের ভুবনে আইয়ুব বাচ্চুর অবদান দেশবাসী আজীবন স্মরণে রাখবে।


বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়লে আইয়ুব বাচ্চুকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com