শিরোনাম
‘তারেকের মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল’
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৮, ১৫:৩৪
‘তারেকের মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আজকের রায়ে তারেক রহমানের মৃত্যুদণ্ড হওয়া উচিত।


বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূলহোতা খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান। এই হামলায় জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে একেবারে শেষ করে দেয়ার যে যড়যন্ত্র হয়েছিল, তার নায়ক ছিলেন তিনি। এ অবস্থায় তারেক রহমানকে আজকের রায়ে যাবজ্জীবন দেয়া হয়েছে।


তিনি আরো বলেন, আমাদের ধারণা, তার মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল। আমরা পূর্ণাঙ্গ রায়ের কপি এখনও হাতে পয়নি। পেলে সেটা পুরোপুরি দেখে সিদ্ধান্ত নেবো যে, তারেক রহমান, কায়কোবাদ ও হারিছ চৌধুরীর মৃত্যুদণ্ডের জন্য আপিল করবো কিনা।


এর আগে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন বুধবার এ রায় ঘোষণা করেন।


এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এই মামলার অন্য ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।


বিবার্তা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com