শিরোনাম
রাজধানীতে কঠোর সতর্কাবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনী
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৮, ০৯:২৯
রাজধানীতে কঠোর সতর্কাবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার। রায়কে ঘিরে রাজধানীতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।


বিশেষ করে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ ট্রাইব্যুনাল ঘিরে পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ।


বুধবার সকাল থেকে নাজিম উদ্দিন রোড এলাকার প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সরেজমিন ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।


শুধু নাজিম উদ্দিন সড়ক নয়, রাজধানীর কাওরানবাজার, বাংলামোটর, শাহবাগ, ফার্মগেট, বকশীবাজারসহ বিভিন্ন এলাকায়ও মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। এছাড়াও আদালত ভবনের চারপাশে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ এলাকায় বহিরাগতদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা।


এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কশিনার মো: আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রায়কে ঘিরে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। রাজধানী জুড়ে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। তবে কোনো ধরনের নশকতা মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত রয়েছে।


এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ৩১ জন আসামিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় আদালতে পাঠানো হয়েছে। বুধবার ভোর ৬টা ৫০ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে বাড়তি নিরাপত্তা দিয়ে তাদের পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়।


বিষয়টি জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ (ভারপ্রাপ্ত) এর জেল সুপার সুব্রত কুমার বালা।


বিবার্তা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com