শিরোনাম
সব আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা নেই: সিইসি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৮, ২০:৪৫
সব আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা নেই: সিইসি
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সক্ষমতা নেই। আরপিও সংশোধন হলে নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারের সম্ভবনা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন কর্মকর্তা ও ইভিএম প্রস্তুতের ওপর ভোটগ্রহণের এ পদ্ধতির ব্যবহারের পরিধি নির্ধারিত হবে।


শুক্রবার বিকালে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের প্রদর্শনী দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ইভিএম পদ্ধতিতে কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা রাজনীতিবিদ তাদেরকে আমরা অনুরোধ করবো, তারা যেন এই ইভিএম দেখেন, নিজেরা ভোট দিয়ে দেখেন। নিজেরা ব্যবহার করে দেখেন। ভালো- মন্দ বিচার বিশ্লেষণ করেন। এটা আমার অনুরোধ। আজকে যেমন আমরা দেখলাম, এটা যদি তারা কাছাকাছি গিয়ে দেখেন, তাহলে আমার মনে হয় তাদের সে ধারণাটা বদলে যাবে। কারণ আমরা তো দেখাইতেই পারি নাই এতদিন আসলে সেরকমভাবে। স্থানীয় সরকার নির্বাচনসহ ইভিএম যেখানে যেখানে দেখানো হইছে, ব্যবহার করা হইছে, আমরা সেখানে সেখানে কোনো রকমের অভিযোগ পাইনি।’


দেশের সবকয়টি জেলায় ইভিএমের প্রদর্শনী করা হবে জানিয়ে সিইসি বলেন, ‘কোথাও কোনো অভিযোগ ছিল না। রাজনৈতিক দলের মধ্যে কোথাও কোথাও এটা নিয়ে একটু বিরূপ মন্তব্য আছে, তো সেটার ব্যাপারে আমাদের মন্তব্য হলো যে, আমরা এখন পর্যন্ত ইভিএম দেখাতে পারি নাই তাদেরকে। এখন শুরু করলাম, এই সুযোগে। এখন যেমন আমরা ৬৪টা জেলায় ইভিএম প্রদর্শনী শুরু করেছি।’


কে এম নুরুল হুদা বলেন, ‘আমরা এখনো প্রস্তুতি পর্যায়ে আছি। সিদ্ধান্তের একটা পর্যায় বাকি আছে, সেটা হলো আরপিও পরিবর্তন করতে হবে। সংশোধন করতে হবে। সংশোধন এখনো হয়নি। সংশোধনের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সরকারের কাছে, আর অন্যান্য যে প্রস্তুতি সেগুলো আমরা গ্রহণ করেছি। ইভিএমের ব্যবহার একেবারে সীমিত আকারে করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশব্যাপী করার কোনো সুযোগ নেই। এত সক্ষমতা আমাদের নেই। এখনো জানি না। প্রশিক্ষণ দেওয়ার পর কত লোক এবং কত মেশিন রেডি করতে পারব, তার ওপর নির্ভর করে। খুব বেশি হবে না।’



সিইসি বলেন, ‘রাজনৈতিক দল যারা আছেন, সব রাজনৈতিক দলের সাথে আলাদাভাবে মিটিং করে সংলাপ করে না হলেও তাদের যে সেন্টিমেন্ট সেটা আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা ব্যবহার করব।’


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com