শিরোনাম
মিরপুরে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৮, ০৯:১৯
মিরপুরে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মেট্রোরেলের নির্মাণকাজের জন্য মিরপুর ও আশপাশের এলাকায় আজ সোমবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণেই মিরপুরের কিছু এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


তিতাস গ্যাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ১ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মিরপুর- ২, ৬, ৭, ১০, ১১ ও ১২-এর রাস্তার উভয় পার্শ্ব, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও আশপাশ এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


এর আগে মেট্রোরেল নির্মাণের কারণে কয়েক দফায় মিরপুর, কাফরুল ও আগারগাঁও এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com