শিরোনাম
'নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত আনসার'
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৮
'নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত আনসার'
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন এ বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী কায়কোবাদ।


বুধবার গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমীতে সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণ পুরুষ ১ম ধাপের সমাপনী কুচাকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।


মেজর জেনারেল কাজী কায়কোবাদ জানান, আগামী জাতীয় নির্বাচনের জন্যও আনসার সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামী নির্বাচনে প্রায় ৫ লাখ আনসার সদস্যের মধ্যে ৮০ হাজার অস্ত্রধারী থাকবে। এছাড়া দুর্গাপূজার জন্য দেড় লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।


এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আলম, একেএম মিজানুর রহমানসহ সদর দপ্তর ও একাডেমীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



এর আগে আনসার সদস্যদের কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং ৩ জন চৌকস আনসারকে পুরস্কার প্রদান করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। ১০ সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণে ১১৮৯জন সাধারণ আনসার সদস্য অংশ নেন।


বিবার্তা/তুহিন/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com