শিরোনাম
বিশ্ব ওজন দিবস আজ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৯
বিশ্ব ওজন দিবস আজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ বিশ্ব ওজন দিবস। ওজন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতিবছর ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজন দিবস পালন করা হয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য ‘শীতল থাকার পরিবেশবান্ধব কৌশল/ মেনে চলি মন্ট্রিল প্রটোকল’।


বায়ুমণ্ডলের ওজনস্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষায় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিই এই দিবসটির লক্ষ।


পরিবেশ বিজ্ঞানীদের মতে, প্রতিনিয়ত ক্লোরো ফ্লোরো কার্বন (সিএফসি) গ্যাসসহ অন্য ওজনস্তর ক্ষয়কারী গ্যাস উৎপাদন ও ব্যবহারের ফলে ওজনস্তর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।


দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।


এদিকে আজ বিকেল ৩টায় রাজধানীর বনভবনে দিবসটি উপলক্ষে সেমিনারের আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com