শিরোনাম
রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৬
রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বেলা ১০টা ৫৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ভূমিকেম্পর সময় রাজধানীর অনেক মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।


ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।


ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর-পূর্ব ভারতের আসামে। এতে আসাম সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ভূপৃষ্ট থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ১০ কিলোমিটার গভীরে।


আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ভূমিকম্প হয়েছে। এটি বিশ্লেষণের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেয়া হবে।


যুক্তরা‌ষ্ট্রের ভূতা‌ত্ত্বিক জ‌রিপ সংস্থা (ইউএস‌জিএস) জা‌নি‌য়ে‌ছে, রিখটার স্কে‌লে ভূ‌মিক‌ম্পের মাত্রা ছিল ৫ দশ‌মিক ৬। এর কেন্দ্র‌ ছিল ভার‌তের আসা‌মের সপ্তগ্রাম থে‌কে ৯ কি‌লো‌মিটার উত্তর পূ‌র্বে ভূ-পৃষ্ঠের ১০ কি‌লো‌মিটার গভী‌রে।


এছাড়া ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com