শিরোনাম
দেশে ফিরেছেন প্রায় ১৩ হাজার হাজী
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৮, ১৯:৩১
দেশে ফিরেছেন প্রায় ১৩ হাজার হাজী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পবিত্র হজ পালন শেষে ফিরতি ৩৬টি হজ ফ্লাইটে ১২ হাজার ৮৯৩ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন।


শুক্রবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১৯টি ও সৌদি এয়ার লাইন্সের ১৭টি ফ্লাইটে তারা প্রত্যাবর্তন করেন বলে হজ অফিস সূত্রে এ কথা জানানো হয়।


ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান ও অতিরিক্ত সচিব হাফিজ উদ্দিন মক্কা ও মদিনায় হজ ব্যবস্থাপনা তদারকি করছেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।


আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। এর মধ্যে বাংলাদেশ এয়ার লাইন্স ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৭২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে। এ বছর বিমানের ১৬৭টি হজ ফ্লাইটে ৬২ হাজার ৭৯৬ জন হজ যাত্রী সৌদি আরব যান বলে বিমান অফিস সূত্রে জানানো হয়।


চলতি বছর পবিত্র হজ পালন করতে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনা সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন সৌদি আরব গেছেন।


এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ১৬ জন মহিলাসহ ১০২ জন ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৬৫, মদিনায় ৭, জেদ্দায় ২, মিনায় ১৮ এবং আরাফায় ১০ জন ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস সূত্রে জানা যায়।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com