শিরোনাম
দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৮, ১১:৪১
দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রবিবার রাতে ৩৮০ জন হাজি দেশে ফেরেন।


বাংলাদেশ বিমান সূত্রে জানা যায়, রাত ৩টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা দেরিতে পৌঁছেছে বলে জানান যাত্রীরা। এই ফ্লাইটে সাধারণ যাত্রীরাও এসেছেন।


সোমবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম ফ্লাইটের হাজিদের স্বাগত জানাতে বিমানের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি এয়ারলাইনসের ফ্লাইটেও আজ থেকে হাজিরা দেশে ফিরবেন।


ঢাকা ও মক্কা হজ অফিস জানায়, চলতি বছরের পবিত্র হজ পালনে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন।


গত ২০ আগস্ট এবারের পবিত্র হজ পালন সম্পন্ন হয় এবং গত ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট শুরু হয়।


এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১৩ জন নারীসহ ৮৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় সাতজন, জেদ্দায় দুজন, মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com