শিরোনাম
লালবাগে প্লাস্টিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৮, ০৯:৪৪
লালবাগে প্লাস্টিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার আলিরঘাটে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


শুক্রবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রক কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন সাংবাদিকদের বলেন, আগুনের ঘটনায় তদন্ত কমিটি করবে ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ধারণা করা হচ্ছে, একটি প্লাস্টিকের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ভেতরে কেউ আটকেপড়ে আছে এমন কোনো সংবাদও পাওয়া যায়নি।


স্থানীয়রা জানিয়েছেন, গোডাউনের আশপাশের ঘরবাড়ি ও দোকানপাট আগুনে পুড়ে গেছে।


তারা জানান, গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক মজুদ ছিল। এখান থেকে বিভিন্ন দোকানে প্লস্টিক সামগ্রী সরবরাহ করা হতো। ছুটির দিন থাকায় ভেতরে কেউ ছিল না। গোডাউন বন্ধ ছিল।


এদিকে আগুনের পরপরই লালবাগ, ইসলামবাগ, আলিরঘাট এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।


বিবার্তা/খলিল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com