শিরোনাম
ঈদের জামাতে এখন আর বোমা হামলা হয় না : তথ্যমন্ত্রী
প্রকাশ : ২২ আগস্ট ২০১৮, ১৬:০৬
ঈদের জামাতে এখন আর বোমা হামলা হয় না : তথ্যমন্ত্রী
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার সরকার জঙ্গি-সন্ত্রাস মোকাবেলা করেছেন বলে আজ আর ঈদগাহে জঙ্গি হামলা হয় না।


কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের হযরত সোলাইমান শাহর (রা.) মাজার শরীফ সংলগ্ন ঈদগাহে নামাজ আদায় শেষে তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ আজ শান্তিতে রয়েছে। কোনো অবস্থাতেই আর এদেশে জঙ্গিবাদের উত্থান হতে দেয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা জাসদের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ এখানে নামাজ আদায় করেন।


বিপুল উৎসাহ উদ্দীপনায় কুষ্টিয়ায় ১৩০টি ঈদ গাহে ঈদুল আজহার নামাজ অনুষ্টিত হয়েছে। সকাল ৮টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহের ঈদের প্রথম নামাজ অনুষ্টিত হয়। এতে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসকিন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com