শিরোনাম
নির্ধারিত স্থানে পশু কোরবানির আহবান মেয়রের
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ২১:৪৬
নির্ধারিত স্থানে পশু কোরবানির আহবান মেয়রের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।


তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ, নির্ধারিত স্থানে পশু কোরবানি করুন। তাহলে বর্জ্য অপসারণ করা সহজ হবে।


রবিবার নগর ভবনে পরিচ্ছন্নতাকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মেয়র এই আহবান জানান।


এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশু জবাইয়ের জন্য ৬০২টি স্থান নির্ধারণ করা হয়েছে।


পশু কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী থেকে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে মেয়র বলেন, গত তিন বছর নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির পশু বর্জ্য অপসারণ করা হয়েছে। আপনাদের সহায়তায় এবারও নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।


সিটি কর্পোরেশন জানায়, গতবছর কোরবানির ঈদে রাজধানীতে মোট ২২ হাজার টন পশুর বর্জ্য জমেছিল।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com