শিরোনাম
ফোন দিলেই কোরবানির বর্জ্য অপসারণ : সাঈদ খোকন
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১৭:৪৯
ফোন দিলেই কোরবানির বর্জ্য অপসারণ : সাঈদ খোকন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল আজহার পশু কোরবানি শেষে সকল বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, যদি কারো বাসার সামনে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার না হয়, তাহলে হট লাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন দিবেন।


রবিবার নগর ভবনে কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে সমন্বয় ও মতবিনিময় সভায় মেয়র এসব নির্দেশনা দেন।


ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, সিটি করপোরেশন নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনা ব্যাগ বিতরণ করবে। এর বাইরেও যদি কারো ব্যাগ লাগে তা কাউন্সিলরের অফিসে পাওয়া যাবে। তবে পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।


সভায় বক্তব্য রাখেন- প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমডোর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাহ উদ্দিন প্রমুখ।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com