শিরোনাম
রিলিজ পেলেও হাসপাতালে থাকছেন খাদিজা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৬, ১০:৩৯
রিলিজ পেলেও হাসপাতালে থাকছেন খাদিজা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের আঘাত থেকে প্রায় সুস্থ হয়ে ওঠা সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস রবিবার হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন। তবে ফিজিওথেরাপি নিতে আজও হাসপাতালে থাকবেন তিনি। সোমবার সকাল ১০টায় ফিজিওথেরাপি নিতে সাভার যাবেন খাদিজা।


রবিবার সকালে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বিবার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।


এরআগে শনিবার প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে কথা বলেন খাদিজা। নিজের সুস্থতার কথা জানানোর পাশাপাশি সংবাদকর্মী, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানান তিনি।


সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। দোয়া করবেন যেন, ভালো থাকি। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি। মিডিয়ার ভাইদের ধন্যবাদ, আপনারা আমার জন্য অনেক করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ।


খাদিজার চিকিৎসক জানান, শনিবারই খাদিজাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার আনুষ্ঠানিকতা সারা হবে, তবে তিনি হাসপাতাল ছাড়বেন রবিবার। আঘাতের কারণে এখনও অবশ হয়ে থাকা বাম হাত ও পায়ের চিকিৎসার জন্য সোমবার তাকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর কথা রয়েছে।


উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্কও জখম হয়।


বিবার্তা/খলিল/যুথি


>>আজ হাসপাতাল ছাড়বেন খাদিজা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com