শিরোনাম
উল্টোপথে তোফায়েলের গাড়ি, আটকে দিলো শিক্ষার্থীরা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১৮:১৭
উল্টোপথে তোফায়েলের গাড়ি, আটকে দিলো শিক্ষার্থীরা
ছবি: বাংলা ট্রিবিউন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শাহবাগ থেকে উল্টো পথে গাড়ি নিয়ে বাংলামোটরের দিকে যাচ্ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সাথে তার পুলিশ প্রোটেকশনও ছিল। কিন্তু আইন লঙ্ঘন করে উল্টো পথে যাওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের হাত থেকে রেহাই পাননি তোফায়েল আহমেদও।


বাণিজ্যমন্ত্রীর গাড়ি আটকে দেন শিক্ষার্থীরা। এ সময় গাড়ি ছেড়ে দেয়ার অনুরোধ করা হলে তারা স্লোগান দেয়- ‘আইন সবার জন্য সমান।’ একটু পর তোফায়েল আহমেদ গাড়ি থেকে নিজেই নেমে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনার বিচার চেয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকে।


তোফায়েল আহমেদের বডিগার্ড এবং প্রোটেকশনের পুলিশ শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ করলে তারা ‘আইন সবার জন্য সমান’ স্লোগান দিতে থাকে এবং গাড়ির সামনে বসে পড়ে। এক পর্যায়ে বাধ্য হয়ে তোফায়েল আহমেদ ও তার প্রোটেকশনে থাকা পুলিশের গাড়ি শাহবাগের দিকে ফিরে যায়।


বুধবার দুপুর দেড়টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় তোফায়েল আহমেদ দাবি করেছেন, 'শিক্ষার্থীরা আমাকে আটকায়নি। আমি নিজেই গাড়ি থেকে নেমে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।'


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com