শিরোনাম
দেশের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাবে
প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১৬:১৮
দেশের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা ও দক্ষিণ-পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী নদীসমূহের পানি সমতল আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ৯৪টি পানি সমতল পর্যবেক্ষণ স্টেশনের ৫৯টিতে পানি সমতল বৃদ্ধি এবং ২৭টিতে হ্রাস পাচ্ছে। ৮টি স্টেশনে সমতল স্থিতিশীল রয়েছে।


আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাহাড়ী অববাহিকায় নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।


ব্রক্ষ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও আপার মেঘনা অববাহিকার সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।


বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। ডালিয়া স্টেশনে ১৪০.০ মি.মি., যশোর ৬২.০ মি.মি, বগুড়ায় ৪৬.০ মি.মি, টেকনাফ ৯৭.০ মি.মি, পটুয়াখালী ৬৯.৫ মি.মি, রামগড় ৫৫.০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com