শিরোনাম
বরিশাল ও রাজশাহীতে নৌকা, সিলেটে এগিয়ে ধানের শীষ
প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ০০:৩৭
বরিশাল ও রাজশাহীতে নৌকা, সিলেটে এগিয়ে ধানের শীষ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। অপর দিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন।


সোমবার তিন সিটিতে সকাল ৮টায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। লাগাতার ৮ ঘণ্টা ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। সন্ধ্যা থেকে তিন সিটির প্রতিটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে।


শেষ পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশনে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান (লিটন), বরিশালে আ.লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহবেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন এবং সিলেটে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে রয়েছেন।


রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) ১৩৮ কেন্দ্রে ১ লাখ ৬৫ হাজার ৩৩২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল কে পরাজিত করেন।


বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৩১২ ভোট। অর্থাৎ বুলবুলের চেয়ে ৮৭ হাজার ২০ ভোট বেশি পেয়ে বিজয়ী হন লিটন।


অপরদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ১০৭ কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৩৫৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরওয়ার কে পরাজিত করেন।


বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। অর্থাৎ সরওয়ারের চেয়ে ৯৪ হাজার ২১৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন লিটন। বিভিন্ন অনিয়মের অভিযোগে বরিশালে ১৬টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।


এদিকে, সিলেট সিটি করপোরেশনে নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ১৩৪ কেন্দ্রে ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দীন কামরান ৮৫ হাজার ৮৭০ ভোট পেয়েছেন যেখানে দেখা যাচ্ছেবিএনপি মেয়র প্রার্থী আরিফুল এগিয়ে রয়েছেন। অর্থাৎ কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন আরিফুল। বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলেটে ২টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।


বিবার্তা/শাহনাজ/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com