শিরোনাম
হাতিরঝিলে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ
প্রকাশ : ২৮ জুলাই ২০১৮, ১৪:৪৫
হাতিরঝিলে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মেরুল বাড্ডার ইউলুপ চালু হচ্ছে আজ শনিবার। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউলুপ উদ্বোধন করবেন। এই উদ্বোধন উপলক্ষে বিকেল ৩টা থেকে সমগ্র হাতিরঝিল এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও রামপুরা টিভি ভবন থেকে বাড্ডা ইউলুপ পর্যন্তও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।


ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানা গেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।


এদিকে, রাজউকের প্রকল্প পরিচালক (হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প) জামাল আখতার ভূঁইয়া বলেছেন, মেরুল বাড্ডার ইউপুলটির উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। এ জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।


উল্লেখ্য, বাড্ডার ইউলুপটি চালু হলে হাতিরঝিল থেকে রামপুরা, বনশ্রীগামী যানবাহন সহজেই ঘুরতে পারবে। এতে প্রগতি সরণির বাড্ডা এবং রামপুরা এলাকার যানজট অনেকটাই কমবে।


বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং শাখা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে। নির্মাণকাজের দায়িত্বে ছিল স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এই ইউলুপটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা।


বিবার্তা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com