শিরোনাম
‘কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না’
প্রকাশ : ২৫ জুলাই ২০১৮, ২১:০৪
‘কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার ও রাষ্ট্রের ক্ষতি হয় এমন কিছু না করতে ডিসিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, ‘আমি ডিসিদের বলেছি, আপনারা মন্ত্রী বা ভিআইপির এতো প্রটোকল দিতে গেলে প্রশাসনিক কাজ করবেন কখন? কাজেই প্রটোকল এতো দরকার নেই। আমি ও রেলমন্ত্রী আমরা বলেছি, আমাদের এত প্রটোকলের দরকার নেই।’


তাহলে কি প্রটোকল কমাতে বলেছেন? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘কমানো উচিত। না হলে ওরা (ডিসি) কাজ করবে কেমনে? আর গভর্নমেন্টের শেষ বছর এটি। এখনো অনেক কাজ বাকি আছে ডিসি-এসপিদের। সমস্যাতো হচ্ছে। আর ইলেকশনতো চলছে। ইলেকশন গ্রহণযোগ্য করতে তাদের অনেক কাজ। আজও তো ইলেকশনে অংশ নিয়েছে বিএনপি। গ্রহণযোগ্য ইলেকশন হচ্ছে।’


মন্ত্রী বলেন, ‘যে রাস্তাগুলো সচল থাকলে মানুষ খুশি থাকবে সেগুলো ব্যাপারে উদ্যোগ নিতে ডিসিদের বলেছি। বিশেষ করে ঈদ ঈদুল আজহা সামনে। ভারী বর্ষণের সঙ্গে ভারী পরিবহন, এর সঙ্গে যুক্ত হচ্ছে পশুর হাট। তার সাথে আছে পশুবাহী পরিবহন। এর সাথে এখন রং সাইটে চলাচল। ইত্যাদি যানজটের আরো কিছু কারণ যোগ হয়েছে।’


মন্ত্রী আরো বলেন, ‘একটা বিষয় অত্যন্ত পরিষ্কার। নির্বাচনের শিডিউল পৌনে তিন মাসের মতো সময় আছে। কাজেই তাদের প্রতি সরকারের জেনারেল ম্যাসেজ সেটা সরকারপ্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে দিয়েছেন। আমরা মন্ত্রীরা সেখানে ছিলাম। ফলে সরকার প্রধানের ম্যাসেজটাই আমাদের বক্তব্য। এর বাইরে আমরা কিছু মনে করি না।’


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com