শিরোনাম
শাহাজালালে বিমান দুর্ঘটনায় বন্ধ রানওয়ে
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১৫:১৮
শাহাজালালে বিমান দুর্ঘটনায় বন্ধ রানওয়ে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ায় সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে।


মঙ্গলবার দুপুরে শাহজালালের রানওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ।


তিনি জানান, চাকা ফেটে যাওয়ার ঘটনার পর থেকেই বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রী, পাইলট ও ক্রুরা অক্ষত আছেন।


ঘটনার বিবরণ দিয়ে তারিক আহমেদ বলেন, থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) বিমানটি দুপুর ১২টা ১০ মিনিটে অবতরণের কথা ছিল। কিন্তু বিমানটি ১২টা ১৮ মিনিটে অবতরণ করে।


অবতরণের সময় রানওয়েতে পানি জমে থাকায় বিমানটি রানওয়ের একটু পাশে অবতরণের চেষ্টা করে। এতে একটি চাকা ফেটে যায়।


এর পর রানওয়েতে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছুটে যান। তারা সেখানে কাজ করছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com