শিরোনাম
শাহজালালে ২০ লাখ টাকার ওষুধ জব্দ
প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৮:৪৭
শাহজালালে ২০ লাখ টাকার ওষুধ জব্দ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শুল্ক গোয়েন্দারা রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে একজন যাত্রীর কাছ থেকে আমদানি নিয়ন্ত্রিত আনুমানিক ২০ লাখ টাকার ওষুধ আটক করেছে।


আটককৃত ওষুধের মধ্যে বিভিন্ন ধরনের ইনজেকশন ও ইনসুলিন রয়েছে। এসব ওষুধ হৃদরোগ, ডায়াবেটিকস, ব্লাড ক্যান্সার ও মহিলাদের বন্ধ্যত্বজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। যাত্রীর নাম শিরিন আক্তার (পাসপোর্ট নং বিজে-০৫০৬৪৮৬)।


তিনি দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক সকাল সাড়ে ১০টায় অবতরণ করেন।


শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ বিভাগের একটি দল ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে।


যাত্রী ৪ নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তার গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সাথে থাকা ২ টি লাগেজ খুলে বিদেশি ওষুধ আটক করা হয়।


আমদানি নীতি আদেশ অনুযায়ী ঔষধ শিল্প প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিদেশি ওষুধ আমদানি করা যায় না।


আটককৃত ওষুধের আনুমানিক বাজারমুল্য বিশ লাখ টাকা।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com