শিরোনাম
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত
প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৮:০২
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।


নিহতের নাম হাবিবুর রহমান আকন্দ (৫৮)। খবর পেয়ে ঢাকা রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ রবিবার সকালে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে দুর্ঘটনা ঘটে শনিবার রাতে।


জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ এ তথ্য জানান।


তিনি বলেন, শনিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা থেকে চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর রেলস্টেশনে এসে পৌছায়। এসময় ওই ট্রেনের যাত্রী হাবিবুর রহমান আকন্দ (৫৮) ট্রেন ছেড়ে দেয়ার মুহূর্তে দৌঁড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এসময় পা পিছলে ট্রেনে কাটা পড়েন তিনি।


খবর পেয়ে জিআরপি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তিনি মারা যান।


এএসআই রবিউল্লাহ আরো জানান, নিহত হাবিবুর রহমান আকন্দের বাবার নাম মৃত হাসিম উদ্দিন আকন্দ। তার বাড়ি গাজীপুরের কালিগঞ্জ থানার দুবাদী গ্রামে। তিনি আশুগঞ্জ সার কারখানায় কাজ করতেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com