শিরোনাম
পাশের হারে শীর্ষে বরিশাল বোর্ড
প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৫:০১
পাশের হারে শীর্ষে বরিশাল বোর্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে বরিশাল বোর্ড। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।


সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।


এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৬৬.৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।


এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে সারাদেশে ২ হাজার ৫৪১ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন।


এবার ৮ বোর্ডে পাসের হারে শীর্ষে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ, পাস করেছে ৪৩ হাজার ৮৬১ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৭০ জন। গতবছর পাশের হার ছিল ৭০ দশমিক ২৮ ভাগ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮১৫ জন পরীক্ষার্থী।


দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৫১ শতাংশ, পাস করেছে ৯২ হাজার ৬৭৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৩৮ জন।


তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। পাসের হার ৬৬ দশমিক ১৩ শতাংশ, পাস করেছে ২ লাখ ৪৪ হাজার ৫১২ জন, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৩৮ জন।


গত কয়েক বছর পিছিয়ে পড়লেও এবার চতুর্থ অবস্থানে কুমিল্লা বোর্ড। পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ, পাস করেছেন ৬৭ হাজার ৮২০ জন।


পঞ্চম অবস্থানে চট্টগ্রাম বোর্ড। পাসের হার ৬২ দশমিক ৭৩ শতাংশ, পাস করেছে ৬০ হাজার ৭৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১৩ জন।


ষষ্ঠ অবস্থানে রয়েছে সিলেট। এ বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ, পাস করেছে ৪৪ হাজার ১২৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন। বিগত ১২ বছরের মধ্যে এ বছর সবচেয়ে খারাপ ফল করেছে সিলেট।


সপ্তম অবস্থানে যশোর বোর্ড। পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ, পাস করেছে ৬২ হাজার ২৫৮ জন, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৯ জন।


অষ্টম অবস্থানে রয়েছে দিনাজপুর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ, পাস করেছে ৭১ হাজার ৯৫১ জন, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৯৭ জন।


মাদ্রাসা বোর্ডে পাসের হার ১০ বোর্ডের শীর্ষে। পাসের হার ৭৮. ৬৭ শতাংশ। পাস করেছে ৭৬ হাজার ৯৩২ জন, তাদের মধ্যে ১ হাজার ২৪৪ জন জিপিএ-৫ পেয়েছে।


আর কারিগরি শিক্ষা বোর্ডে এবার ৭৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সংখ্যা হিসাবে ৮৯ হাজার ৮৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫৬ জন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com