শিরোনাম
বিএমডিসিতে দুদকের আকস্মিক অভিযান
প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ১৮:৪৯
বিএমডিসিতে দুদকের আকস্মিক অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা সোমবার রাজধানীর বিজয়নগরস্থ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়েছে।


চিকিৎসকদের সার্টিফিকেট উত্তোলনের সময় বেআইনিভাবে টাকা পরিশোধের অভিযোগের ভিত্তিতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।


দুদক কলসেন্টারে (১০৬) চিকিৎসকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরীর নেতৃত্বে একটি টিম দুপুর আড়াই টার দিকে বিএমডিসি কার্যালয়ের রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারের অফিসে যান। তারা সার্টিফিকেট উত্তোলনসহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রম দুর্নীতিমুক্ত রাখতে বিএমডিসি কর্মকর্তাদের পরামর্শ দেন। এ সময় দুর্নীতিবিরোধী লিফলেট ও দুদক হটলাইন (১০৬) এর স্টিকার বিতরণ করা হয়।


এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, দুর্নীতি থেকে পরিত্রাণ পেতে চিকিৎসকদের অভিযোগকে আমলে নিয়ে দুদক বিএমডিসিতে অভিযান চালায়। এ অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করে মুনীর চৌধুরী বলেন, পরবর্তীতে ঘুষের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালানো হবে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com