শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে কার্যক্রম স্বাভাবিক
প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১৯:৫৭
শাহজালাল বিমানবন্দরে কার্যক্রম স্বাভাবিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।


রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাংবাদিকদের কাছে এমন তথ্য জানিয়েছেন সিভিল এভিয়েশনের পরিচালক কাজী ইকবাল কবির।


তিনি বলেন, সব কিছু স্বাভাবিক। এয়ারলাইন্স চলাচল ও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিবার্তাকে জানিয়েছিলেন, রবিবার বিকেল ৫টা ৫৮ মিনিটে দোতলার ডিপার্চার টার্মিনালের ইমিগ্রেশনের সামনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।


তবে সোয়া ৭টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রল রুমে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে ডিউটি অফিসার জানান, বিমানবন্দরে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সেখানে টার্মিনাল-২ এ দোতলার ইমিগ্রেশন অফিসের কাছে ধোঁয়া দেখার পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি দেখভাল করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।


ডিজি ফায়ার মোহাম্মদ আলী বলেন, কিছুক্ষণের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। ভয়ের কিছু নেই। ইমিগ্রেশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে সিলিং থেকে ধোয়া বের হয়। এই ধোয়ার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।


বিবার্তা/খলিল/কাফী


>>শাহজালাল বিমানবন্দরে আগুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com