শিরোনাম
বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক রবিবার
প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ২২:৪১
বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক রবিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ষষ্ঠ ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হবে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শরিফ মাহমুদ অপু জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৈঠকে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অপরাধমূলক কর্মকান্ড দমনে সহযোগিতা, মানব ও মাদক পাচার, সীমান্ত হত্যা এবং ভ্রমণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।


তিনি বলেন, বৈঠকে ১২টি আলোচ্যসূচির ওপর আলোচনা হবে।


মুখপাত্র জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন সচিব, পুলিশের মহাপরিদর্শক, বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ(র‌্যাব)-এর মহাপরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে যোগদান করবেন।


এর আগে দুই স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার সকালে যমুনা ফিউচার পার্কে একটি ভারতীয় ভিসা এ্যাপ্লিকেশন সেন্টার এবং পরে বিকেলে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবনের উদ্বোধন করেন।


ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থান করছেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com