শিরোনাম
‘সরকারের ধারাবাহিকতা ছিল বলেই উন্নয়ন চোখে পড়ছে’
প্রকাশ : ০৭ জুলাই ২০১৮, ১২:২১
‘সরকারের ধারাবাহিকতা ছিল বলেই উন্নয়ন চোখে পড়ছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। সরকারের ধারাবাহিকতা ছিল বলেই উন্নয়ন চোখে পড়ছে।


আজ শনিবার সকালে মতিঝিল ও আজিমপুর সরকারি কলোনীতে নবনির্মিত বহুবল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।


প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনে জনগণ ভোট দিয়েছে বলেই দেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে। ২০১৪ সালের নির্বাচনে জনগণ সব বাধা মোকাবেলা করে ভোট দিয়েছে বলেই উন্নয়ন চোখে পড়ছে।


শেখ হাসিনা বলেন, ৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়ানো উদ্যোগ নিই। বিদ্যুৎ উৎপাদন ৪৩০০ মেগাওয়াট রেখে যাই। ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে সেটিকে ৩২০০ মেগাওয়াটে নামিয়ে আনে। ২০০৮ সালে জনগণের ভোটে ক্ষমতায় এসে আমরা বিদ্যুৎ উৎপাদন ফের বাড়ানোর উদ্যোগ নিই। বর্তমানে ১৮ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।


শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবা করে। তাই তাদের কাজের সুবিধার্থে আবাসনের ব্যবস্থা করছি। ক্রমান্বয়ে সবাই এ সুবিধা পাবেন। আপনাদের সন্তানেরা শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরনের সুবিধা পাচ্ছে।


সরকারি কর্মকর্তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন-ভাতা হয়। সুতরাং তাদের সেবা সুনিশ্চিত করাটা আপনাদের পবিত্র দায়িত্ব। সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে।


সরকারি কর্মকর্তাদের দেয়া সুবিধার কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আমরা ১২৩ ভাগ বেতন বাড়িয়েছি, যা পৃথিবীর কোথাও নেই।


অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হোসেনসহ মন্ত্রনালয়ের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শারমিন/শাহনাজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com