শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রকাশ : ০৪ জুলাই ২০১৮, ০০:৩৪
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারর‌্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত লিয়নি কিউলিনিয়া।


গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।


তিনি বলেন, ডেল্টা প্ল্যান সংক্রান্ত বিষয়াবলী, নারীর ক্ষমতায়ন এবং রোহিঙ্গা ইস্যু উভয়ের আলোচনায় উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যানকে আরো কার্যকর করার জন্য পানি থেকে জমি উদ্ধার এবং নদী খননের ওপর গুরুত্বারোপ করেন।


তিনি বলেন, আমাদের দেশের অধিকাংশ নদীই উজান থেকে পলি বহন করে আনে, ফলে নদীর নাব্যতা কমে যায়। কাজেই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের নদী খনন খুবই গুরুত্বপূর্ণ।


নেদারল্যান্ডের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নদী খননের উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্যই এটা উপকারী হবে।


শেখ হাসিনা বলেন, তার সরকার নৌপথগুলো সক্রিয় করে সড়ক পথের ওপর চাপ কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছে।


প্রেস সচিব বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পও আলোচনায় উঠে আসে। এ সময়ে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে তার সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন।


বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গ প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান করে যান। বর্তমান সরকার সংসদে এই সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন জাতীয় সংসদে প্রায় ২২ জন সরাসরি ভোটে নির্বাচিত নারী সদস্য রয়েছেন।


রোহিঙ্গা সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, তিনি প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাশীল।


প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের উন্নত পরিবেশ এবং জীবনমানের জন্য একটি দ্বীপে তাদের স্থানান্তরে তার সরকারের উদ্যোগও এ সময় তুলে ধরেন।


নেদারর‌্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত এ সময় তার দায়িত্ব পালনকালে সব রকমের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশে তার অবস্থানের সময়টি তিনি খুবই উপভোগ করেছেন।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com