শিরোনাম
আজ কক্সবাজারে আন্তর্জাতিক পর্যটন সম্মেলন শুরু
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৬, ০৮:০৩
আজ কক্সবাজারে আন্তর্জাতিক পর্যটন সম্মেলন শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পর্যটনের ক্ষেত্রে কক্সবাজারের বিপুল সম্ভাবনা অন্বেষণে দু’দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন সম্মেলন আজ বৃহস্পতিবার কক্সবাজারে অনুষ্ঠিত হবে।


‘প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পিএটিএ) নিউ ট্যুরিজম ফ্রন্টিয়ার্স ফোরাম-২০১৬ (এনটিএফএফ ১৬)’ শীর্ষ এই সম্মেলন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের রয়েল টিউলিপ সি পার্ল রিচ রিসোর্ট এন্ড স্পা-এ অনুষ্ঠিত হবে।


বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি) এ সম্মেলনের আয়োজন করছে। এর প্রতিপাদ্য হচ্ছে ‘ডিজাইনিং এ সাসটেইনেবল ট্যুরিজম ব্রান্ড-এন ইন্টিগ্রেটিভ এপ্রোস টু বিল্ডিং এ রেসপন্সিবল কোস্টাল ডেস্টিনেশন’।


পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সম্মেলন সম্পর্কে বলেন, ‘এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জন্য যে এর মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের কাছে এ বার্তা যাবে যে পর্যটনের জন্য বাংলাদেশ একটি নিরাপদ দেশ এবং এখানে আতিথেয়তার জন্য যথেষ্ট দক্ষ জনবল রয়েছে।’


বাংলাদেশকে একটা ‘পর্যটনমুখী’ দেশে পরিণত করতে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সম্মেলনে অংশ নেয়া ‘বিশেষজ্ঞ, প্রাজ্ঞজন, নীতি-নির্ধারক ও সংশ্লিষ্টদের সুপারিশ এবং পরামর্শের সমন্বয়ে আমরা একটা মাস্টার প্লান প্রণয়ন করবো।’


গত বছরের এপ্রিলে পিএটিএ পরিচালনা পর্ষদের এক সভায় কক্সবাজারে এই সম্মেলন অনুষ্ঠানের স্থান নির্বাচন করা হয়।


বিটিবি-এর প্রধান নির্বাহী অফিসার (সিইইউ) আখতারুজ্জামান খান কবির বলেন, দেশর এবং বাইরের ১৬টি দেশের প্রায় ২শ’ অতিথি বিশেষ করে নীতিনির্ধারক, পর্যটন বিষয়ক বিশেষজ্ঞ, প্রাজ্ঞজন, আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধি শিক্ষার্থী ও সংশ্লিষ্টজন এই সম্মেলনে অংশ নেবেন।


তিনি বলেন, প্রথম দিনে সম্মেলনে অংশগ্রহণকারীরা কক্সবাজারের আবিষ্কৃত ও অনাবিষ্কৃত বিভিন্ন আকর্ষণীয় স্থানের সম্ভাবনার দিকগুলো অনুসন্ধানের চেষ্টা করবেন এবং দ্বিতীয় দিনে তারা প্রথম দিনের আহরিত অভিজ্ঞতা বিনিময় করবেন।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com