শিরোনাম
ধানমন্ডিতে ভবন থেকে পরে দুই শ্রমিক নিহত
প্রকাশ : ০৮ জুন ২০১৮, ১৯:১৮
ধানমন্ডিতে ভবন থেকে পরে দুই শ্রমিক নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ধানমন্ডি এলাকায় ১৩ তলা বিশিষ্ট একটি নির্মাণাধীন ভবন থেকে পরে দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও আরো দুই শ্রমিক আহত হয়েছেন।


শুক্রবার বিকেল চারটার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডে সেন্ট্রাল হাসপাতালের পাশে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, মনিরুল ইসলাম (৪০) ও মোখলেস (৩০)।


জানা গেছে, ধানমন্ডি ৫ নম্বর রোডে সেন্ট্রাল হাসপাতালের পাশে ১৩ তলা বিশিষ্ট একটি ভবনের ১২ ও ১৩ তলার মাঝামাঝি মাচান বেঁধে কাজ করছিলেন চার শ্রমিক। কিন্তু বিকেল চারটার দিকে মাচানটি ভেঙে তারা নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনিরুল ও মোখলেসকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি দুই জনকে সেন্ট্রাল হাসপাতালেই ভর্তি করা হয়েছে।


ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com