শিরোনাম
পছন্দের পিআরও নিয়োগ দিতে পারবেন না মন্ত্রীরা
প্রকাশ : ২৭ মে ২০১৮, ২২:৫৪
পছন্দের পিআরও নিয়োগ দিতে পারবেন না মন্ত্রীরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনসংযোগ কর্মকর্তা (পিআরও) নিয়োগে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের পছন্দের লোক বাছাইয়ের পথ বন্ধ করেছে সরকার।


এখন থেকে কোনো মন্ত্রণালয় বা বিভাগের চাহিদার ভিত্তিতে তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ-১ শাখা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থায় পিআরও নিয়োগ দেবে।


পিআরওদের নিয়োগ ও পদায়ন এবং তাদের কাজের ‘সমন্বয় ও জবাবদিহিতা রক্ষার স্বার্থে’ সম্প্রতি নতুন এই পরিপত্র জারির কথা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।


কর্মকর্তরা বলছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে কিছু ‘জটিলতার’ পর পিআরও নিয়োগ ও পদায়নে নতুন এই অনুশাসন এসেছে।


পরিপত্রে বলা হয়েছে, বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা স্বল্পতার কারণে বাংলাদেশ বেতারের বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে পদায়ন বা সংযুক্তি দেয়া হয়।


পিআরও হিসেবে পদায়তকৃতদের প্রধান তথ্য কর্মকর্তার তত্ত্বাবধানে দায়িত্ব পালনের নির্দেশনা থাকলেও বেতার থেকে পিআরও হিসেবে নিয়োজিত কর্মকর্তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে প্রধান তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে।


বেতার থেকে নিয়োজিত পিআরওদের সমন্বয়কারী কে হবেন - সে বিষয়ে ইতোপূর্বে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় তাদের কাজের সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সমস্যা হচ্ছে বলে জানানো হয় পরিপত্রে।


নিয়োগ ও পদায়নে ওই অস্পষ্টতা দূর করতে ছয় দফা অনুশাসন দিয়েছে তথ্য মন্ত্রণালয়।


# এখন থেকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থায় জনসংযোগ কর্মকর্তা সংযুক্তিকরণ, পদায়ন ও প্রত্যাহারের বিষয়গুলো তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ-১ শাখা থেকে পরিচালিত হবে।


# কোনো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা বা দফতর থেকে জনসংযোগ কর্মকর্তার চাহিদা পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে তথ্য অধিদফতর থেকে উপযুক্ত কর্মকর্তাদের তালিকা চাওয়া হবে। ওই তালিকা থেকে মন্ত্রণালয় মনোনয়ন দিয়ে পিআরওর সংযুক্তি বা পদায়ন করবে।


# তথ্য অধিদফতর বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডার থেকে উপযুক্ত কর্মকর্তা না পেলে বেতার থেকে তথ্য (বেতার) ক্যাডারের কর্মকর্তাদের তালিকা চাওয়া হবে। ওই তালিকা থেকে মনোনয়ন দিয়ে পিআরও হিসেবে সংযুক্তি বা পদায়ন করা হবে।


# প্রধান তথ্য কর্মকর্তা সকল জনসংযোগ কর্মকর্তার রিপোর্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদের কাজের সমন্বয় এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। পিআরওদের সঙ্গে তিনি মাসে কমপক্ষে একটি সভা করবেন এবং কাজের মান ও গতিশীলতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন।


# কোনো মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থায় জনসংযোগ কর্মকর্তার চাহিদা থাকলে সরাসরি কোনো ক্যাডারের এবং কোনো কর্মকর্তার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পদায়নের চাহিদা পাঠাবেন।


পরিপত্রে তথ্য (বেতার) ক্যাডারের কথা বলা হলেও বিসিএসে বেতারের জন্য আলাদা কোনো ক্যাডার নেই।


বিসিএস সাধারণ তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সহকারী পরিচালক, তথ্য কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা ও সমমানের পদ, সহকারী পরিচালক (অনুষ্ঠান) এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবে পদায়ন করা হয়।


আর প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে বিসিএস (তথ্য) কর্মকর্তাদের পদবী হয় সহকারী বেতার প্রকৌশলী। তবে এই পদে নিয়োগ পেতে পদার্থ বিজ্ঞানে ‘বিশেষ জ্ঞান’ থাকা বাধ্যতামূলক।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com