শিরোনাম
৭৫০০০ টাকার মোবাইল পাবেন মন্ত্রী-সচিবরা
প্রকাশ : ২১ মে ২০১৮, ১৪:১৩
৭৫০০০ টাকার মোবাইল পাবেন মন্ত্রী-সচিবরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারি খরচে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবদের জন্য মোবাইল কেনার অর্থের পরিমাণ পাঁচগুণ বাড়িয়ে ৭৫০০০ টাকা করা হয়েছে। এ সংক্রান্ত ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা, ২০১৮’ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


তিনি জানান, “এর আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা ১৫ হাজার টাকা দামের মোবাইল ফোন পেতেন। এখন সেটা ৭৫০০০ টাকা করা হলো। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখেই এটা বাড়ানো হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী যুগ্মসচিব থেকে উপরের কর্মকর্তারা ৬০০ টাকার পরিবর্তে এক হাজার ৫০০ টাকা মোবাইল বিলও পাবেন।”


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com