শিরোনাম
বাংলাদেশের সাথে মুক্ত আকাশ চুক্তি চায় ভারত
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৬, ২৩:২১
বাংলাদেশের সাথে মুক্ত আকাশ চুক্তি চায় ভারত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সঙ্গে মুক্ত আকাশ (ওপেন স্কাই) চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। শেখ হাসিনার আসন্ন ভারত সফরে বিষয়টি নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাওয়ার কথা রয়েছে।


ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে আলাপ করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে দেখা করেন।


পরে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কাছে এ সংক্রান্ত প্রস্তাব দিয়েছে ভারত। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় আলোচনা সাপেক্ষে বিষয়টি চূড়ান্ত হবে।


মন্ত্রী বলেন, ভারতীয় রাষ্ট্রদূত এসেছিলেন মূলত প্রধানমন্ত্রীর ভারত সফরে সিভিল এভিয়েশনের কোনো প্রকল্প বা প্রস্তাবনা এবং এজেন্ডা নিয়ে আলোচনা হবে কি-না সে বিষয়ে জানতে।


এদিকে মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের প্রস্তাবে বলা হয়েছে দু’দেশের মধ্যে মুক্ত আকাশ চুক্তি হলে আকাশ পথে বিপ্লব ঘটবে। এতে বাংলাদেশি এয়ারক্রাফট সহজেই কম ভাড়ায় ভারতের যেকোনো বিমানবন্দরে যাত্রী ও মালামাল পরিবহন করতে পারবে। অন্যদিকে ভারতীয় বিমানও বাংলাদেশে একই সুবিধা পাবে।


অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, রাশেদ খান মেনন ও ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত অল্প সময়ের মধ্যে ঢাকা-দিল্লি, ঢাকা-ব্যাঙ্গালুরু, ঢাকা-চেন্নাই ও ঢাকা-গৌহাটির মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন।


রাষ্ট্রদূত বলেন, শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য বিনিয়োগ ও পর্যটনে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ দুই প্রতিবেশী দেশে যাতায়াত করে। এ প্রক্রিয়া আরও সহজ এবং ব্যয় কমিয়ে আনতে ভারত ও বাংলাদেশের মধ্যে আকাশ পথে যোগাযোগ আরও বাড়ানো দরকার। এ জন্য দুই দেশকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।


বৈঠকে রাশেদ খান মেনন এই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে আঞ্চলিক জোট গঠনের ওপর গুরুত্বারোপ করেন।


এ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, লন্ডনগামী শিলংয়ের যাত্রীরা সিলেট বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেলে অনেক আরামদায়ক ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি সিলেট থেকে সরাসরি কক্সবাজার পর্যটন নগরীতে যেতে পারবেন। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক ও মন্ত্রীর একান্তসচিব এটিএম নাসির মিয়া উপস্থিত ছিলেন।



বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com