শিরোনাম
রেলের ভূমি ইজারার নিয়ম পরিবর্তনের সুপারিশ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ২০:১৪
রেলের ভূমি ইজারার নিয়ম পরিবর্তনের সুপারিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাজস্ব বৃদ্ধি করতে রেলওয়ের নিয়ন্ত্রনাধীন কৃষি জমি ও মৎস্য ভূমির ইজারার নিয়ম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।


কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কৃষি জমি ৫ বছরের পরিবর্তে ২ বছর এবং মৎস্য ভূমি ৫ বছরের পরিবর্তে ৩ বছর মেয়াদী অস্থায়ী ইজারা প্রদানের পরামর্শ দেয়া হয়।


কমিটির সদস্য রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী সভায় অংশগ্রহণ করেন।


সভায় কমিটির ৩২ থেকে ৪১তম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদে কার্যকর পদ্ধতি প্রয়োগ করে যতদ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কমিটি পুনঃসুপারিশ করে।


কমিটি ট্রেনের দুর্ঘটনা রোধ করার জন্য রেল স্টেশন গুলোতে ভবিষ্যতে ফুটওভার ব্রিজ আরো উঁচু করে নির্মাণ করার সুপারিশ করেছে।


সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টর্ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com