শিরোনাম
নান্দনিক আয়োজনে র‌্যাবের বর্ষবরণ উৎসব
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ১৭:০৭
নান্দনিক আয়োজনে র‌্যাবের বর্ষবরণ উৎসব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হেমন্তদিনে ঢেকিতে পাড় দিতে দিতে পল্লীবালাদের মিহি সুরের গান, কিংবা উনুনে মাটির হাড়িতে ভাপে সেদ্ধ ইলিশ-পাতুড়ির স্বাদ। লোকজ সেই স্মৃতিকে উপজীব্য করে গ্রাম-বাংলার নানা ঐতিহ্যের আবহে জাকজমকভাবে বাংলা নববর্ষ উদযাপন করেছে র‌্যাব।


শনিবার দুপুরে র‌্যাব সদর দফতরের শহীদ লে. কর্নেল আবুল কালাম আজাদ মেমোরিয়াল হলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিতি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।



ঢেকিতে ধান ভানার দৃশ্য


জানা গেছে, ওই অনুষ্ঠানকে ঘিরে বিলুপ্ত হয়ে যাওয়া গ্রামীন বিভিন্ন ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়। এরই অংশ হিসেবে র‌্যাব-৩ এর পক্ষ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া গ্রামীন সংস্কৃতি নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেয়ার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।



শুধু মাটির শানকিতে খাওয়া নয়, রান্নাও হতো মাটির হাড়িতে


এদিকে, র‌্যাবের ওই অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করেন।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com