শিরোনাম
রাজধানীতে বেপরোয়া গাড়ি : চার চালক ও সহকারীর জেল
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ২০:১৬
রাজধানীতে বেপরোয়া গাড়ি :  চার চালক ও সহকারীর জেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্য করায় রাজধানীতে চার গাড়িচালক ও সহকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ের পুলিশ বক্সের সামনে এ অভিযান চালানো হয়। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।


তিনি জানান, এ অভিযানে গাড়িচালক ও সহকারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে একজনকে তিন মাস ও অপর তিনজনকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, রাজধানীতে প্রায়ই চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়। তাদের মধ্যে ওভার টেকিংয়ের প্রবণতা বেশি দেখা যায়। এতে অনেকে হাত হারাচ্ছে, অনেকের প্রাণহানিও ঘটছে। মূলত ট্রাফিক আইন অমান্য করে যারা বেপরোয়া গতিতে গাড়ি চালায়, আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


তিনি বলেন, জরিমানার উদ্দেশ্যে নয়, মানুষকে সচেতন করার জন্যই এ অভিযান।


বিবার্তা/রোকন/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com