শিরোনাম
স্বাধীনতাবিরোধীদের সরকারি চাকরি নয় : নৌপরিবহন মন্ত্রী
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৮, ২০:৫১
স্বাধীনতাবিরোধীদের সরকারি চাকরি নয় : নৌপরিবহন মন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, স্বাধীনতাবিরোধীদের সরকারি চাকরি দেয়া যাবে না। কারণ তারা মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না।


তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী যেসব লোক সরকারি চাকরিতে নিয়োজিত থেকে উন্নয়ন কর্মকান্ডে ব্যাঘাত সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে চাকরি থেকে বাদ দিতে হবে।


বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সিবিএ'র পরিচিত ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


সিবিএ’র সভাপতি মো. ফিরোজ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ-আল ইসলাম জ্যাকব, শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, অর্থ-সম্পাদক সুলতান আহমেদ এবং সিবিএ'র সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রমুখ।


নৌ-পরিবহনমন্ত্রী বলেন, বর্তমান শ্রমিকবান্ধব সরকার শ্রমিকদের কল্যাণসহ দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।


স্বাধীনতাবিরোধী গোষ্ঠী উন্নয়ন কর্মকান্ডকে ব্যাহত করার লক্ষ্যে নানা ধরনের ষড়যন্ত্র করছে উল্লেখ করে শাজাহান খান বলেন, আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টিকারিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com