শিরোনাম
নারী আসনের বিধি আরো ২৫ বছর বহাল রাখার প্রস্তাব
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৮, ২২:২৮
নারী আসনের বিধি আরো ২৫ বছর বহাল রাখার প্রস্তাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদে নারী আসনের বিধি আরো ২৫ বছর বহাল রাখার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল-২০১৮ সংসদে উত্থাপন করেন। এই প্রস্তাব ওপর আলোচনা করে প্রতিবেদন সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।


প্রসঙ্গত, ২০০৪ সালে সংবিধান সংশোধন করে সংরক্ষিত নারী সদস্যের ৪৫টি আসন সংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক হারে বণ্টনের ব্যবস্থা করা হয়। আইনে এর মেয়াদ ধরা হয়েছিল নবম সংসদের প্রথম বৈঠক থেকে ১০ বছর।


সেই অনুসারে ২০১৯ সালের ২৪ জানুয়ারি পর নারী আসনের কার্যকারিতা থাকবে না। এ কারণে নতুন প্রস্তাবে ২৫ বছর নারী আসনের মেয়াদ বাড়ানোর কথা তোলা হয়েছে।


আইনমন্ত্রী বলেন, সংরক্ষিত মহিলা আসনের ধারাবাহিকতা বজায় থাকার কারণে সমাজের সকল ক্ষেত্রে মহিলাদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা এখনও বিদ্যমান রয়েছে। একাদশ জাতীয় সংসদ সংরক্ষিত আসনের মহিলা সদস্যদেরকে নিয়ে গঠন করতে হলে দশম সংসদ বহাল থাকা অবস্থায় সংবিধানের এ সংক্রান্ত বিধান সংশোধন আবশ্যক।


বিবার্তা/সুমন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com